ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০১৯ ইং | ১লা পৌষ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।অধিকৃত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের আভাস দিয়ে ইতিমধ্যে হইচই লাগিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের,শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র রয়েছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের বিমান বাহিনীর সদর দফতরে গিয়ে ভারতের বিনা প্ররোচনায় হামলার জবাব দেয়ায় তাদের প্রশংসা করেন ইমরান।পরে লাহোরে গভর্নরের বাসভবনে শিখদের এক সমাবেশে তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না পাকিস্তান। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।তিনি বলেন, আমি ভারতকে বলতে চাই, যুদ্ধ কোনও সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।
সম্পাদক ও প্রকাশক :
আব্দুল হালিম সাগর,
মোবাইল নং : 01722-062274
E-mail: halimshagor2011 @gmail.com
প্রধান আইন উপদেষ্টা :
এডভোকেট এ.এফ.এম.রুহুল আনাম চৌধুরী মিন্টু।
সদস্য বাংলাদেশ বার কাউন্সিল।
সম্পাদকীয় অফিস :
৩৩৭ রংমহল টাওয়ার (৩য় তলা) বন্দরবাজার সিলেট-৩১০০।
aporadhbani@gmail.com.
Design and developed by ওয়েব হোম বিডি